গাইবান্ধায় বেকারত্ব দূরীকরণে ডিএসডি"র নানা পদক্ষেপ 104 0
গাইবান্ধায় বেকারত্ব দূরীকরণে ডিএসডি"র নানা পদক্ষেপ
তানিন আফরিন,গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধা
জেলার অসহায় দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়ন ও নারী-পুরুষের বেকারত্ব
দূরীকরণের লক্ষ্যে "নিরাশা দুরীকরন আর্থ সামাজিক উন্নয়ন শ্রমজীবী এসোসিয়েশন
(ডিএসডিও) নানা পদক্ষেপ গ্রহন করেছে।
সরেজমিনে গেলে,সংগঠনটির নির্বাহী পরিচালক মোছাঃসাবিনা ইয়াসমিন ও তার স্বামী
মোঃ দেলোয়ার হোসেন দুলু বলেন,আমরা সুদীর্ঘ চাকুরীজীবনে নানা প্রতিকূলতা
উপেক্ষা করে সংসার যুদ্ধে সংগ্রাম করে বিভীষিকাময় কষ্টের মধ্যে পুত্র
সন্তান নিয়ে সামাজিক বিমর্ষতার মধ্যে জীবন একসময় থমকে দাড়ালেও কিঞ্চিৎ
বিচলিত না হয়ে আমাদের অতীত দিনগুলোর স্মীতি স্বরণে রেখে আমার এবং আমার
সহধর্মিণীর অদম্য ইচ্ছাশক্তি থেকে নব উদ্যমে জীবন শুরু করে আজ আমরা কিছুটা
হলেও স্বাবলম্বী।
আমরা সমাজের সুবিধা বঞ্চিত, বিত্তহীন ও ভুমি হীন মানুষ বিশেষত শিক্ষিত,
বেকার,অসহায়, স্বামী নির্যাতিতা মহিলাদের আত্বকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে
স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তাদের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনের
মাধ্যমে তাদেরকে সমাজের মুূলধারায় সম্প্রক্তকরন ও তাদের আশা আকাংক্ষা এবং
চাওয়া পাওয়াকে বাস্তবে রুপান্তরিত করার পাশাপাশি দৃঢ়ভাবে সমাজের উন্নয়নে
অসামান্য অবদান রাখার মহান উদ্দেশ্যকে সামনে রেখে গাইবান্ধা জেলার কিছু
সংখ্যক সু-শিক্ষিত, সমাজমনস্ক, কতিপয় সমাজসেবক, স্বেচ্ছাসেবক, উদ্যোমী
তরুণ/যুবকের স্পৃহা ও সক্রিয় ভূমিকায় সর্বপরি জেলা ও উপজেলা সমবায় অফিসের
কতিপয় কর্মকর্তা/কর্মচারীর আন্তরিক প্রচেষ্টায় গাইবান্ধা জেলা শহরের শাপলা
মিলের উত্তরে কিছুদূর সামনে সদ্য স্থাপিত " নিরাশা দূরীকরণ আর্থ-সামাজিক
উন্নয়ন শ্রমজীবী, এসোসিয়েশন (ডিএস- ডিও) নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন
প্রতিষ্ঠিত করার করার পাশাপাশি এই সংগঠনের উদ্যেগে দক্ষ প্রশিক্ষক দ্বারা
বিভিন্ন ডিজাইনের " টেবিল ম্যাটস, ফ্লোর ম্যাটস সহ বিভিন্ন ডিজাইনের পাপোশ
তৈরির প্রশিক্ষণ দিয়ে তাদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য নিরবচ্ছিন্ন
শ্রম দিয়ে যাচ্ছি।
এছাড়াও এখানে রয়েছে একটি সুসজ্জিত সেমিনার কক্ষ, ডিজিটাল সাউন্ড সিস্টেম
এবং প্রজেক্টর।প্রয়োজনে সেগুলো যেকোন ব্যক্তি ভাড়া নিয়ে ব্যবহার করতে
পারবেন।